কানাইঘাট বড়চতুল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত আলমাছ চৌধুরী
কানাইঘাট প্রতিনিধিঃ
ষষ্ঠবারের মতো আবারো কানাইঘাট বড়চতুল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন সাবেক ইউপি সদস্য সমাজসেবী আলহাজ্ব আলমাছ উদ্দীন চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত চিটির মাধ্যমে সম্প্রতি বড় চতুল হাইস্কুলের চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে স্কুলের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটির সভাপতি ও স্কুলের ভূমি দাতা আলমাছ উদ্দীন চৌধুরীকে সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান কে সদস্য সচিব,অভিভাবক প্রতিনিধি হিসাবে সাহাব উদ্দীন চৌধুরী,শিক্ষক প্রতিনিধি হিসাবে জাহেদ আহমদকে মনোনিত করা হয়েছে।
এদিকে ষষ্ঠ বারের মতো আলমাছ উদ্দীন চৌধুরী বড় চতুল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় থাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের অভিবাবক বৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন এডহক কমিটির অনুমোদনের পত্র তাঁরা কিছু দিন পূর্বে পেয়েছেন।