কানাইঘাটে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধিঃ উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগিদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা কানাইঘাটে সম্পন্ন হয়েছে। ৩ দিন ব্যাপী এ কর্মশালা উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে আলচোনা করেন,সিলেট জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক নিবাশ রঞ্জন দাস, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোপাল চন্দ্র সুত্রধর,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট থানার ওসি তদন্তের প্রতিনিধি এসআই সঞ্জিত রায় প্রমুখ। সোমবার বিকাল ৩ টায় প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীদের হাতে সম্মানী সহ সনদ পত্র প্রদান করা হয়েছে।