সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হাবিবুর রহমান হাবিব

চেম্বার ডেস্ক:: সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব শপথ গ্রহণ করেছেন। রোববার (১২সেপ্টেম্বর) বিকাল ৪টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাঁর শপথবাক্য পাঠ করান।

এর আগে গতকাল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নেন হাবিবুর রহমান হাবিব। এসময় প্রধানমন্ত্রী তাকে গণভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য-গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে ২৪ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটর গাড়ি প্রতীকে ৫ হাজার ১৩৫ ভোট পেয়েছেন। বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন ৬৪০ ভোট। সব মিলিয়ে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৫৯১ ভোট। এ আসনের ভোট ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩টি।

গত ১২ জুন সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন প্রদান করা হয়।