সর্বশেষ

» বৃদ্ধ মায়ের প্রতি নিষ্ঠুর আচরণ! ছেলের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ

সিলেটের কানাইঘাটে এক বৃদ্ধ মায়ের প্রতি নিষ্টুর আচরনের ঘটনায় ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের চাপনগর গ্রামের মৃত জয়াহিদ আলী ১৫ বছর পূর্বে মারা যান। এর পর থেকে তার বৃদ্ধ স্ত্রী শুক্কুরা বেগম (৮৫) প্রবাসী ছেলে বর্তমানে সিলেট শহরের আম্বরখানা এলাকায় বসবাসরত সিরাজ উদ্দিন চৌধুরীর বাসাতে বসবাস করতেন। মায়ের সম্পত্তি জবর দখল করার জন্য সিরাজ উদ্দিন নানা ভাবে তাহার মাকে অত্যাচার করে আসছে। গত ৭ সেপ্টেম্বের সকাল ১০ টার দিকে সিরাজ উদ্দিন ও তার স্ত্রী শুক্কুরা বেগম কে গালিগালাজ করে বাসা থেকে বের করে দেয়। এর পর বৃদ্ধা শুক্কুরা বেগম তার স্বামীর বাড়ী কানাইঘাটের চাপনগর গ্রামে চলে আসলে খবর পেয়ে সিরাজ উদ্দিন বাড়ীর বসত ঘরে দরজায় তালা দিয়ে রাখলে ঘরে ডুকতে না পেয়ে বৃদ্ধা শুক্কুরা বেগম তাহার পিত্রালয়ে যাওয়ার পথে পতিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হন। তার এক পা ভেঙ্গে গেছে এবং মাথায় গুরুতর জখম হয়। স্থানীয় কিছু লোকজন বৃদ্ধা শুক্কুরা বেগম কে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তার পরিচয় পেয়ে সিলেট শহরের জালালাবাদ কালী বাড়ী এলাকায় বসবাসরত তাহার নাতনী সানজীদা সুলতানাকে জানালে তারা নানীকে দেখতে ওসমানি হাসপাতালে ছুটে আসেন। সানজিদা সুলতানা তার মামা সিরাজ উদ্দিন কে নানীর দুর্ঘটনার সংবাদ জানানোর পর সিরাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে বলে এই মহিলা আমার মা না, তাকে রাস্তায় ফেলিয়া দাও মামার এমন কথাবার্তায় সানজিদা প্রতিবাদ করলে সিরাজ উদ্দিন আরো ক্ষিপ্ত হয়ে তাকে বলে তুমি বেশি বাড়াবাড়ি করিও না তা না হলে তুমাকে সহ তুমার ছেলেকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবো। বৃদ্ধ নানাীকে বাসা থেকে নির্যাতন করে বের করে দেওয়া সহ তার চিকিৎসায় কোন ধরনের সহযোগীতা না করায় সমূহ অভিযোগ এনে সানজিদা সুলতানা মামা সিরাজ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রৌশনারা বেগম এর বিরুদ্ধে কানাইঘাট থানায় বুধবার লিখিত অভিযোগ দায়ের করেন। সানজিদা জানান তার নানীর সকল সম্পত্তি দখল করার জন্য মামা সিরাজ উদ্দিন দীর্ঘদিন ধরে নানীর উপর নির্যাতন করে আসছে। এলাকার কোন বিচার আচার মামা মানে না। তাদের নানাী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পরও কোন ধরনের খোজ খবর না দিয়ে উল্টো তাদেরকে হুমকি দিচ্ছেন মামা সিরাজ উদ্দিন। এ ঘটনায় তারা থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031