কানাইঘাটে সাবেক সংসদ সদস্য মাও: ফরিদ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চেম্বার ডেস্ক::
সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সমাজসেবী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কানাইঘাটের শিক্ষা ও জনকল্যাণ মূলক সংগঠন আল্লামা আব্দুল মালিক চৌধুরী (রহঃ) শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলার ৯ নং রাজাগঞ্জ ইউপির বীরদল জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামীয়া ইউসুফিয়া তালবাড়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শরিফ আহমদ, মাওলানা কামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ট্রাস্টের সম্মানিত দায়িত্বশীলরা। এ সময় ফরিদ উদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী কিডনিজনিত রোগে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন।