এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে আল হারামাইন গ্রুপের চেয়ারম্যানের শোক
চেম্বার ডেস্ক::
বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আল হারামাইন গ্রুপ চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি।
এক শোক বার্তায় মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান ছিলেন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব। একজন সৎ ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তিনি সকলের কাছে পরিচিত। এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গণে অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি ছিলেন,এ অঙ্গণের অভিভাবক। শুরু রাজনৈতিক অঙ্গণই নয়; সিলেটের সর্বস্তরের মানুষ একজন সজ্জন ও পরিচ্ছন্ন নেতা হারালেন। রাজনৈতিক কর্মীরা হারালেন একজন বটবৃক্ষ। লুৎফুর রহমানের মৃত্যুতে যে ক্ষতি হলো তা পূরণ করা অসম্ভব।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।