ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ায় হাবিবের নৌকা মার্কার সর্মথনে মহিলা আওয়ামীলীগের সভা
চেম্বার ডেস্ক::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকার মার্কার সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।
গত ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঘিলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি আলহাজ্ব সালমা বাসিত। প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনিন হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ফাহিমা খানম চৌধুরী, হাবিবুর রহমান হাবিবের সহধর্মিণী জোৎস্না হাবিব, জেলা মহিলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, যুগ্ম সম্পাদক মাধুরী গুণ, সহ-সাংগঠনিক নুরুন্নাহার, মহানগর মহিলা আওয়ামীগের সদস্য রোকসানা পারভিন।
ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার নেওয়া বেগমের সভাপতিত্বে এবং ঘিলাছড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজ উদ্দিন ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক বদরুল আহমদ বুলবুল এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইচ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মনা, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়ছর আমহদ মেম্বার, মেম্বার আব্দুল মছব্বির, রাসেল আহমদ মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, যুবলীগ নেতা রানা আহমদ জিপু, সেচ্ছাসেবক লীগ নেতা দানিয়েল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের আরো অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বক্তারা বলেন, সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় হাবিবুর রহমান হাবিবকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার আহবান জানান।