সর্বশেষ

» মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সিলেটে সাংবাদিকদের সাথে জেলা মৎস্য অফিসার মো. আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই স্লোগান সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।

শনিবার দুপুর ১২ টায় সিলেট জেলা মৎস্য ভবনের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মো. জিল্লুর রহমান, সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন, মৎস্য জরিপ কর্মকর্তা গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জের খামার ব্যবস্থাপক স্বপন কুমার ধর, সিলেট মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অরুন বরুন সরয়ার, সিলেট মৎস্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নৃপেন্দ্র চন্দ্র সরকার।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজ আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জহিরুল ইসলাম মিশু ও দৈনিক শ্যামল সিলেটের ফটো জার্নালিস্ট আহমেদ শাহীন প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা মৎস্য অফিসার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ ব্যাপক প্রচারণা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30