কোম্পানীগঞ্জের পুটামারা থেকে ৭ জুয়াড়ি আটক

  • কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে এসআই আবু সায়েম চৌধুরীর নেতৃত্বে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকলেই পুটামারা গ্রামের বাসিন্দা। তারা হল মোঃ জাফর(৪০), হাজির আলী(৩৯), ইসমাইল আলী(৩২), মাসুক মিয়া(৩৮), মঈনুল আহমদ(৩৫), দুলা মিয়া(৩৬), আব্দুর রহমান(৫৬)।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন আমরা মাদক, জুয়াসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই। অপরাধের সাথে যেই জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।