কানাইঘাট প্রেসক্লাব সভাপতি শাহজাহান সেলিম বুলবুলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
চেম্বার ডেস্ক::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখা ও সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ ভবানিগঞ্জ বাজার উপশাখা’র যৌথ উদ্যোগে কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এর করোনা থেকে দ্রুত সুস্থতা কামনা করে শিন্নী ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। ১৬ আগস্ট সোমবার মাগরিবের নামাজের পর কানাইঘাট উপজেলার বাংলাবাজারে শিন্নী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাষ্টার মোহাম্মদ মতিউর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মাক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১৪১৮ সড়কের বাজার উপশাখার সাধারণ সম্পাদক জিয়াউল হক শামিম, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭এর ভবানিগঞ্জ উপশাখার সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খানঁ ফারুকী, ব্যাংকার জাকির হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা নুরুল হক নুরু, আলতাফ হোসেন, মিসবাউল ইসলাম, জুবায়ের আহমেদ,শাহিন আহমেদ, সেবুল আহমদ , প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম হজরত হাঃ মাওলানা শামস্ উদ্দিন।