কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ১১ জনকে জরিমানা
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলার টুকের বাজার ও ভোলাগঞ্জ বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে বিভিন্ন অংকে মোট ৩ হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার জোরদারকরণের লক্ষে ২টি দোকানে পঁচিশ শত টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ ঘটিকা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে চলে এ অভিযান।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক প্যাকেট মোড়কের বদলে পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।