জৈন্তাপুর থেকে ১২৯ বোতল অফিসার্স চয়েজ মদসহ যুবক গ্রেপ্তার
চেম্বার ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর থেকে ১২৯ বোতল অফিসার্স চয়েজ মদসহ সোহেল আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই যুবক জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর এলাকার জমিরুল ইসলামের ছেলে।
রোববার (১ আগস্ট) বিকেলে র্যাব-৯ এর এএসপি সোমেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১ টার দিকে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের নিজপাট মাস্তিং হাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর এ কর্মকর্তা জানান, পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।