রবিবার সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

চেম্বার ডেস্ক:: করোনা মহামারী দিন দিন বেড়েই চলছে, তারই সাথে দেখা দিয়েছে অক্সিজেন মহাসংকট। এই সংকটকালীন সময়ে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে অক্সিজেন মহাসংকটে সিলেট মহানগর যুবলীগ ফ্রি অক্সিজেন সেবার উদ্যোগ নিয়েছে।
আগামীকাল ১ আগষ্ট (রবিবার) বেলা ১টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এই ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হবে।

এতে সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।