ছাত্রদল নেতা মোস্তাফিজ গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

চেম্বার ডেস্ক::

সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কে গত ২৪ জুলাই সুনামগঞ্জের ছাতক উপজেলার তার গ্রামের বাড়ি থেকে ছাতক থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম।

রবিবার ২৫ জুলাই সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী কায়দায় মেধাবী ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানকে বৈশ্বিক মহামারি করোনাকালিন সংকটময় সময়ে সম্পুর্ন অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। করোনাকালে পুলিশ মানবিক না হয়ে বিরুধী মতকে দমন করার পরিকল্পিত নিল নকশার অংশ হিসেবে মোস্তাফিজকে আটক করা হয়েছে, নেতৃবৃন্দ অনতিবিলম্বে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।