করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেনের মৃত্যু
চেম্বার ডেস্ক::সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসরাইল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন মো. ইসরাইল হোসেন। কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়ে পড়লে গত ৩ জুলাই তার স্থলে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।