পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলের মাতার ইন্তেকাল, ড. মোমেনের শোক

চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলের মাতা- রওশন আরা বেগম (৬৭) -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, রওশন আরা বেগম বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটের সময় করোনা আক্রান্ত হয়ে মাউন্ড এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।