কানাইঘাটে ঝিংগাবাড়ী কলেজে শিক্ষক-কর্মচারীদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

চেম্বার ডেস্ক:: সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মরহুম খলিলুর রহমান ও প্রয়াত সকল শিক্ষক-কর্মচারীদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম এ সালাম। প্রাক্তন শিক্ষার্থী ছালিম আছলামের সঞ্চালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাসুম আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন
নওশীন তাবাসসুম আশা। স্বাগত বক্তব্য রাখেন মুন্তাসির আহমদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক
আলমগির হোসেন,সিনিয়র শিক্ষক দেলওয়ার হুসেন,,জালাল উদ্দিন, আব্দুল মনাফ খান,সহঃ শিক্ষক আবু তাহির।
প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, মায়রুফুর রহমান, সেলিম উদ্দিন,মামুনুর রশিদ, ইমরান আহমদ চৌঃ,আকরাম বুলবুল,জাহাঙ্গীর হুসেন,ইমাম উদ্দিন,,শামিম আহমদ, রেজওয়ানুল করিম চৌঃ,নুমান আহমদ চৌঃ,শাহেদুল করিম চৌঃ,আদিল আহমদ চৌঃ,তানবির আহমদ রাফি,নাসিম আহমদ,মাসুম আহমদ। বক্তব্য রাখেন হেলাল উদ্দিন চৌঃ। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর নুর, মরহুম খলিলুর রহমানের শশুর বাবুল আহমদ।
দোয়া পরিচালনা করেন ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা নুমান আহমদ চৌঃ। অনুষ্টান শেষে মরহুম খলিলুর রহমানের সন্তানদের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই লক্ষ ১০ হাজার টাকার ডিপোজিট দেয়া হয়।