ছাত্রদল নেতা আব্দুল আজিমের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক
চেম্বার ডেস্ক::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার ১০নং ওয়ার্ড -এর সদস্য সচিব আব্দুল আজিমের পিতা আব্দুল হাফিজ আজ ১৫জুলাই ২০২১ ইং বৃহঃবার রাত ৮ঘটিকার সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ সাক্ষরিত এক শোকবার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।