সিলেটে পুলিশকে ভর্ৎসনাকারী সেই ফয়ছল কাদিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব

চেম্বার ডেস্ক::সিলেট মহানগরীর সুরমা গেইট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ভর্ৎসনা করে ফেসবুকে লাইভ দিয়ে ভাইরাল সেই ভুয়া সাংবাদিক ফয়সল কাদিরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রাত সাড়ে ১২ টার দিকে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় শহরতলীর পীরের বাজার এলাকা থেকে র‍্যাব-৯ সিলেটের একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ এর একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তাৎক্ষণিক জানা যায়নি।