করোনাভাইরাস রোধে থাইল্যান্ডে কারফিউ জারি
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাস রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে জারি থাকবে এ কারফিউ। যার সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতিদিন রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত।
শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে এ কারফিউ।
বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।
খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা বন্ধ করে দিতে হবে রাত আটটার মধ্যে। এছাড়া অন্য সব দোকান-পাট বন্ধ থাকবে।
মানুষজনের একসাথে জড় হওয়ার বিষয়েও রয়েছে বিধিনিষেধ। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।
দেশটিতে শুক্রবার ৯ জুলাই, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের। গত এপ্রিল মাস থেকে থাইল্যান্ডে চলছে করোনার তৃতীয় ঢেউ।
এছাড়া তার আগের দিন বৃহস্পতিবার থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা সংক্রমণের এ উর্ধগতি রোধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।