সর্বশেষ

» সিলেটে সংক্রমণের সকল রেকর্ড ভাঙলো করোনা! সনাক্ত ৪৪২, মারা গেছেন ৬ জন

প্রকাশিত: ০৯. জুলাই. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেটে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। যা অতীতের সকল রেকর্ড ভেঙে ২৪ ঘন্টায়  ৪৪২ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে সিলেটে মারা গেছেন আরও ৬ জন।

শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে বিভাগের চার জেলায় মিলে ১০২৫ জনের নমুনা পরীক্ষায় হয়। সে হিসেবে শনাক্তের হার ৪৩.১২ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এ প্রতিবেদনে জানানো হয়, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে সিলেটে নতুন করে মারা গেছেন আরও ৬ জন। এর মধ্যে ৫ জনই সিলেট জেলার, অপরজন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৪৭ জনে। সবমিলিয়ে মারা গেছেন ৫১১ জন।

তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সিলেট বিভাগে ৫৫১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানানো হয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031