নিজ বাড়িতে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

চেম্বার ডেস্ক:: নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিতে ফাস্ট লেডি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে আততায়ীরা গুলি চালিয়ে প্রেসিডেন্টকে হত্যা করেছে বলে বুধবার দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এক বিবৃতিতে জানিয়েছেন।

ঘটনার পরপরই এটিকে বর্বরোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী।

উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।