/>
সর্বশেষ

» কুলাউড়ায় হতদরিদ্র মানুষের পাশে এসপি জেদান আল মুসা

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: 

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে দেশে কঠোর লকডাউন অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের জীবন-জীবিকা অনেকটা অচল। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও লকডাউনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার স্বার্থে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা, জুড়ি থানা ও বড়লেখা থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত এসপি জেদান আল মুসা।

গত ৫ জুলাই কুলাউড়া থানার বাদে মনসুর এলাকায় ভিন্ন ভিন্ন কলোনিতে রান্না করা ৩০০ প্যাকেট খাদ্য বিতরণ করেন তিনি। এবং অসহায় হতদরিদ্র মহিলাদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। পরবর্তীতে তিনি লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত এসপি সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, ওসি তদন্ত সহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে হতদরিদ্র মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে তাই আমরা আমাদের সাধ্য মতো তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি, আমাদের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে এবং জনসাধারণের মধ্যে মাস্ক পরা নিশ্চিত করতে হবে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930