লকডাউনে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা চালু থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
চেম্বার ডেস্ক:: লকডাউনে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা চালু থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। তবে বিদেশি দূতাবাসের জরুরি ভিসা সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে। একই সঙ্গে ভিসা নেওয়ার জন্য প্রার্থীরা যাতায়াতের সুযোগ পাবেন।