কানাইঘাটে বিনামূল্যে সার, বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে সরকারী ভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের আয়োজনে ২০২০-২১ মৌসুমে রোপা আমন ধানের প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৩৮০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রণোদনার উপর সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। যার কারণে দেশের চালিকা শক্তি কৃষক সমাজ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন জাতের সার, বীজ, কিটনাশক সহ কৃষি প্রণোদনা পেয়ে ধান সহ সব ধরনের ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন।