২য় মেয়াদে শাবিপ্রবির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ উদ্দিন
শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার (৩০শে জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১৭ আগস্ট তার বর্তমান মেয়াদ শেষ হবার সাথে সাথেই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শুরু করবেন বলে জানায় তিনি। এর আগে ২০১৭ সালের ১৭ই আগষ্ট প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।