ছাত্রলীগ কর্মী জুনাইদ খুন: নগরী থেকে ছাত্রদলের ৮ নেতাকর্মী গ্রেফতার

চেম্বার ডেস্ক:: 
মদন মোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল-ছাত্রলীগ এর মধ্যে সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী জুনাইদ খুনের ঘটনায় পুলিশ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মায়রুফুল আম্বিয়া চৌধুরী , আব্দুর রহমান, তানিম আহমদ, কামাল আহমদ, মিরাজ উদ্দিন, ইকবাল উদ্দিন রাজু, সোলেমান চৌধুরী ও সোলেমান আহমদ সিদ্দিকী।
জানা যায়, গত পরশু নগরীর মদন মোহন কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দিন ছাত্রদল- ছাত্রলীগ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুটি ছাত্র সংগঠনের প্রায় ২৫-৩০ জন অাহত হন। গুরুতর অদআহত হন জুনাইদ আহমদ নামে এক যুবক। রাতে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তকরণের ফলে জুনাইদ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে ছাত্রলীগ জুনাইদকে নিজেদের কর্মী বলে বিবৃতি দেয়। এ ঘটনায় জুনাইদের পিতা নাসির মিয়া রাতে সিলেট কোতয়ালী মডেল থানায় ছাত্রদলের ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর পুলিশ সাথে সাথে এ্যাকশনে নামে এবং একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাত্রদলের ৮ জনকে গ্রেফতার করে।
গতকাল মঙ্গলবার আসামীদের সিলেট আদালতে হাজির করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।