কানাইঘাটে কলেজ থেকে বাড়ী ফেরার পথে ছাত্রীকে গণধর্ষণ, মামলা
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাটে কলেজ থেকে বাড়ী ফেরার পথে গাছবাড়ীর আইডিয়্যাল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। রবিবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের চরিগ্রাম গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী গাছবাড়ী আইডিয়্যাল কলেজ থেকে ক্লাস শেষ করে বাড়ী ফেরার পথে ধর্ষণকারীরা জোরপূর্বক ছাত্রীকে তুলে একটি নির্জন বাড়ীতে নিয়ে গণধর্ষণ করে। ছাত্রীর শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং -১২, তারিখ: ১৬.০৪.২০১৮ ইং।
মামলায় ঝিংগাবাড়ী ইউপি বিএনপির সহ সভাপতি আখলাক চৌধুরীর ছেলে মায়রুফুল আম্বিয়া চৌধুরী, মুর্শেদুল আম্বিয়া চৌধুরী, আবুল হারিছ ও আহমেদ ফুয়াদসহ ৭ জনের বিরুদ্ধে এ গণধর্ষণ মামলা দায়ের করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করেছেন,আমরা আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চালিচ্ছি।