সর্বশেষ

» কানাইঘাটে হিলফুল ফুযুল এর ১০দিনব্যাপী ইংরেজি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: কানাইঘাটে হিলফুল ফুযুল ছাত্র ঐক্য পরিষদ, নয়ামাটি খাগড়ীকান্দি কর্তৃক ১০দিনব্যাপী ফ্রি ইংরেজি ভাষা শিক্ষা সম্পন্ন। গত ১২আগস্ট থেকে শুরু হয়ে আজ কোর্সটির সমাপ্তি ঘটে। কোর্সের পরিচালক, অত্র পরিষদের বর্তমান সভাপতি, মদীনা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী আব্দুল করিম আল মাদানীকে পেয়ে হিলফুল ফুযুল এই উদ্যোগ গ্রহণ করে এবং তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে৷

 

প্রশিক্ষক আব্দুল করিম আল মাদানী বলেন, একটা ভাষাকে পূর্ণাঙ্গভাবে আয়ত্ম করতে ১০দিনের কোর্স যথেষ্ট নয়। আমি কোর্সটির মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভাষা শিক্ষার উন্মুক্ত দরজায় নিয়ে এসেছি। আশা করি তারা মেহনত করলে ইংরেজি ভাষা আত্মস্থ করতে সক্ষম হবে৷

 

এদিকে আজ শেষ দিন হিসেবে মেধা যাচাইয়ে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জন করেছে তাদেরকে পরিষদের তরফ থেকে পুরস্কৃত করা হয় এবং কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তোলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের স্থায়ী কমিটির সভাপতি মাও.জুনায়েদ আহমদ,সদস্য সচিব ইমরান হুসাইন, স্থায়ী কমিটির সদস্য মারুফ সারওয়ার,মাও.বদরুল ইসলাম ও মামুনুর রশীদ এবং কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল করিম আল-মাদানী,নির্বাহী সভাপতি মাও.আবুল খায়ের‍,সহসভাপতি মাও.কামরুল ইসলাম ও মাও.সাদিকুর রহমান,সেক্রেটারি মাও.আব্দুল্লাহ আল নুমান,তারেক মাহমুদ, হা.হুসাইন আহমদ,তাজুল ইসলাম প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728