সর্বশেষ

» সিলেটে সীমান্ত এলাকায় খাদ্য সহায়তা বিতরন করল বর্ডার গার্ড বাংলাদেশ

প্রকাশিত: ১৩. জুন. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: 

সীমান্তে অপরাধ রোধকল্পে সিলেটে সীমান্ত এলাকায় খাদ্য সহায়তা বিতরন করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৩ জুন) দুপুরে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তের ১৪৯ পরিবারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
বিজিবি এক তথ্য বিবরণীতে জানায়, সিলেট জেলার সীমান্তবর্তী দোয়ারাবাজার এবং গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশী নাগরিক কর্তৃক অন্যান্য আন্ত: সীমান্ত অপরাধ রোধকল্পে অসহায়, গরীব, হতদরিদ্র ১৪৯ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিবিজিএম,পিএসসি।
এ ব্যাপারে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল বলেন, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকায় সীমান্ত হত্যা সহ নানা অপরাধ রোধকল্পে দুস্থ্য পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এর আগেও এভাবে সীমান্তের দুঃস্হ অসহায় মানুষদেরকে খাদ্য সহায়তা দিয়েছে ৪৮ বিজিবি। তিনি বলেন,সীমান্তে অভাবের কারনে যাতে কোন মানুষ অপরাধী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে তার জন্য আমাদের এ প্রচেষ্টা। সীমান্তের সুরক্ষা ও সীমান্ত আইনের বিষয়ে সীমান্তবাসীকে সচেতন করে তুলতে বিজিবি সকল সময় নানা কর্মসুচী অব্যাহত ভাবে চালিয়ে আসছে। লেঃ কর্ণেল জামিল সীমান্ত অপরাধ রোধে বিজিবি’র পাশাপাশি সকল মহলের সহযোগিতারও আহবান জানান।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে প্রায় ১২ কেজি করে নানা প্রকারের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031