সর্বশেষ

» সৌদি নয়, সরকারি অর্থায়নে মডেল মসজিদ নির্মাণ

প্রকাশিত: ১১. জুন. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের ৫০টি বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প সৌদি আরব অর্থায়নের আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত দেশটি অর্থায়ন করেনি। পরবর্তীতে সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও সরকার একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, মডেল মসজিদ তৈরির পরিকল্পনা হাতে নেওয়ার পর সৌদি আরবকে অর্থায়নের অনুরোধ জানানো হয়। সৌদি আরব আগ্রহ প্রকাশ করে ৮ হাজার ১৭০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে শেষ পর্যন্ত দেশটি অর্থায়নে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে প্রকল্পটি নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নেয় সরকার।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728