সর্বশেষ

» বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

প্রকাশিত: ৩১. মে. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের ভারতীয় ধরনের সংক্রমণ মোকাবিলায় গতকাল রবিবার এ সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ২১ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই তিন দেশে অবস্থান করা ইতালীয় নাগরিকেরা নিষেধাজ্ঞার আওতায় নেই। গত এপ্রিল মাসের শেষের দিকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর মেয়াদ গতকাল রবিবার আবারও বাড়ানো হলো।

ভারতে গত বছর এই ধরনটি শনাক্ত করা হয়। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশগুলোয় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য এ ধরনটিকে দায়ী করা হচ্ছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতীয় ধরনটিসহ করোনার নতুন ধরনগুলোর সংক্রমণের ক্ষমতা উদ্বেগজনক।

 

সংস্থাটি আরও জানায়, করোনার ভারতীয় ধরনটি ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। এ ছাড়া আরও সাতটি দেশে ধরনটি শনাক্তের খবর পাওয়া গেছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031