সর্বশেষ

» পঞ্চমবারের মতো ভূমিকম্পে কাঁপল সিলেট, নগরজুড়ে আতঙ্ক

প্রকাশিত: ২৯. মে. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: সিলেটে ২ ঘণ্টার বেশি সময়ের ব্যবধানে পঞ্চমবারের মতো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

জেলা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দুপুর ১টা ৫৮ মিনিটের দিকে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান তিনি।

 

এর আগে সকালে সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা ৩৭ পর্যন্ত চারবার ভূমিকম্প অনুভূত হয় সিলেটে।

 

আবহাওয়া অধিদপ্তরের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, সকাল ১০টা ৩২, ১০টা ৪৭, বেলা ১১টা ৩০ ও ১১টা ৩৭ মিনিটে সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়।

 

ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১।

 

ইকবাল আহমেদ বলেন, ‘১ ঘণ্টার মধ্যে পরপর চারবার ভূমিকম্প হয়েছে।’

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থলও সিলেট।

এদিকে ভূকম্পন চলাকালীন সময় নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা অনেকটা আতংকিত হয়ে নিরাপদ স্থানে নেমে আসেন।

পর পর ভূমিকম্প অনুভব হলেও তাৎক্ষনিক কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে আতংক বিরাজ করছে জনসাধারণের মনে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728