সর্বশেষ

» প্রাইভেট স্কুল এসোসিয়েশন সিলেট এর ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. মে. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: 
সিলেট বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের সর্ববৃহৎ সংগঠন প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় আজ সকাল ১১ ঘটিকায় উইমেন্স মডেল কলেজে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সদস্য সচিব ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকারের সঞ্চালনায় এবং এসোসিয়েশনের আহবায়ক ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার কলেজ, মেট্রো সিটি ফ্রী ক্যাডেট একাডেমী এর অধ্যক্ষ শাহেদ হুসাইন, আনোয়ারা মতিন স্কুল কলেজের উপাধ্যক্ষ এম আমির উদ্দিন পাভেল, সুরমা ভ্যালি কিন্ডারগার্টেনের চেয়ারম্যান সুরঞ্জিত তালুকদার, ক্লাসিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লবিবুর রহমান, আইডিয়াল স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর শামসুদ্দোহা, স্টুডেন্টস হোম এর চেয়ারম্যান মোঃ এমদাদুল হক, স্টারলাইট একাডেমির অধ্যক্ষ মোঃ আনোয়ার আলী, সৈয়দ জাহান (রহ.) একাডেমির অধ্যক্ষ মোঃ বাবুল মিয়া, সূর্যোদয় এতিম স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান তালুকদার সোহেল, সিটি মডেল স্কুলের পরিচালক মোঃ আশরাফ চৌধুরী, পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর এমদাদুর রহমান, সীমান্তিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, সাউথ সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান, সানরাইজ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ তাহমিনা বেগম চৌধুরী এবং সিলেট ইসলামিক একাডেমির অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান সহ প্রমুখ। সভায় বক্তারা নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বক্তারা মনে করেন এদেশের ৫ কোটি শিক্ষার্থীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ছাড়া অন্য কোন পথ নেই। শিক্ষার্থী, শিক্ষাব্যবস্থা এবং নতুন প্রজন্মকে মেধাশূন্য হওয়ার হাত থেকে বাঁচাতে অতিসত্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031