দেশে পৌঁছেছে চীনের উপহারের ৫ লাখ টিকা

চেম্বার ডেস্ক:: চীনের উপহারের ৫ লাখ টিকার চালান দেশে এসে পৌঁছেছে। আজ ভোরে বাংলাদেশ  বিমানবাহিনীর একটি উড়োজোহাজ চালানটি নিয়ে দেশে পৌঁছায়।

 

টিকা আনতে মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমান চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিলো।

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই করোনাভাইরাসের টিকা ইতোমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে।

 

বাংলাদেশে চীন দূতাবাস সেমাবার তাদের ফেসবুক পেইজে ওই টিকার বাক্সের ছবিও প্রকাশ করেছে।

 

ওই ফেইসবুক পোস্টে বলা হয়েছে, কোল্ড চেইন কন্টেইনার ট্রাকে করে সোমবারই ওই টিকার চালান বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠানো হয়েছে।