সাংবাদিক জাবেদের উদ্যোগে দলদলি মাদ্রাসায় এতিম ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল
চেম্বার ডেস্ক::
সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য, অনলাইন গণমাধ্যম সিলেটের কন্ঠ ডট কম’র প্রধান সম্পাদক জাবেদ আহমদের উদ্যোগে গতকাল (১০মে) সোমবার এতিম মাদ্রাসা ছাত্রদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সদর উপজেলার উত্তর বালুচরস্থ(দলদলি চা বাগান,মুসলিম লাইন,টুকেরবাজার) জামেয়া হুসাইনিয়া দলদলি টাইটেল মাদ্রাসা মসজিদে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী জাবেদ আহমদ এ ইফতারের আয়োজন করেন।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল।ইফতারের পূর্বে সকলকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন দলদলি টাইটেল মাদ্রাসার মুহতামীম মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী রিপন আহমদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিদুর রহমান জুয়েল,লোকমান হাফিজ প্রমুখ।