সিলেট নগরীতে ইফতার সামগ্রী বিতরণ করল নিসচা সিলেট মহানগর শাখা
চেম্বার ডেস্ক::
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে ৯ মে রবিবার বিকাল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় শতাধিক রোজাদারদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মোঃ জহিরুল ইসলাম মিশু।এ সময় তিনি বলেন নিসচা করোনাকালীন সময়ে শুরু থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও পাশে থাকবে।এসময় তিনি সমাজের বিওবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল,সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী,আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সদস্য পার্থ সারথি দাস,সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আব্দুল হাসিব, আবু জাবের।