খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে সিদ্ধান্ত সহসাই: আইনমন্ত্রী
চেম্বার ডেস্ক:: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। সিসিইউতে নেয়ার পর থেকেই ওনাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। এখন আগের চেয়ে বেশি অক্সিজেন দিতে হচ্ছে।
ওদিকে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে। সিদ্ধান্ত রোববারের আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী।