সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের জানাজা শুক্রবার, দাফন গোয়াইনঘাটে

চেম্বার ডেস্ক:: সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের জানাজা সময় নির্ধারণ করা হয়েছে।

তাঁর প্রথম নামাজের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুম্মা হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত খেলার মাঠে।

আর তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে।

তৃতীয় নামাজের জানাজা শেষে গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর। জানাজায় সকলের উপস্থিতি কামনা করেছেন তিনি।