সরকারী নির্দেশনা অমান্য: সিলেটের শুকরিয়া মার্কেট বন্ধ করে দিল পুলিশ
চেম্বার ডেস্ক:: চলমান বিধিনিষেধ অমান্য করে রাত ৮টার পরও মার্কেট খোলা রেখে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত শুকরিয়া মার্কেট বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ গিয়ে মার্কেটের ভেতরে থাকা ক্রেতাদের বের করে দেয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আবু ফরহাদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখার কথা। কিন্তু শুকরিয়া মার্কেট রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা ছিল এবং ক্রেতাদের চাপও বেশি ছিল। সেজন্য মার্কেটে যাওয়া ক্রেতাদের বের করে দিয়ে পুলিশ মার্কেট বন্ধ করে দেয়।’