এবারও সিলেটে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল এনআরবি ব্যাংক
চেম্বার ডেস্ক::
সিলেটে গত বছরের ন্যায় এবছরও এনআরবি ব্যাংকের উদ্যোগে ২২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সিলেট নগরীর ৩টি শাখায় এ খাদ্যসামগ্রী বিতরণ হয়। মঙ্গলবার দুপুরে লালধিঘিরপাড় ব্যাংকের প্রধান শাখায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের শেয়ার হোলডার ও হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপক পিযুশ কুমার সরদার
উল্লেখ্য, গত বছর রমজান মাসে সিলেটের ২২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করে এনআরবি ব্যাংক।