ছাত্রদল নেতা নাহিদ এর পরিবারের উপর হামলায়-সিলেট ছাত্রদলের তীব্র নিন্দা
চেম্বার ডেস্ক:: সিলেট মহানগর ছাত্রদলের সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমেদ নাহিদ ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ,
সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন স্থানীয় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ছাত্রদল নেতা নাহিদ ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা করেছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।