সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি করোনাভাইরাসে আক্রান্ত
চেম্বার ডেস্ক::সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ ঢাকার সিএমএইচে ভর্তি হন। পরে ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।