আলোচিত ‘শিশু’ বক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে মামলা
চেম্বার ডেস্ক:: আলোচিত ‘শিশু’ বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর (২৬) বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার বিকেলে গাজীপুরের গাছা থানায় তার বিরুদ্ধে ওই মামলা হয় বলে জানিয়েছে র্যাবের একটি দায়িত্বশীল সূত্র।
এর আগে দুপুরে নেত্রকোনা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে। ওই সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
রফিকুৃল মাদানী গাছা থানাতেই তার সর্বশেষ ওয়াজে উস্কানিমূলক বক্তব্য দেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ২৫ মার্চও রাজধানীর শাপলা চত্বরে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশু’ বক্তাকে আটক করেছিল মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেদিন মুক্তাঙ্গনে মোদিবিরোধী বিক্ষোভ করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। ওই বিক্ষোভে যোগ দেন রফিকুল।