নামে হেফাজতে ইসলাম, এরা ইসলাম বিরোধী-স্বাধীনতা বিরোধী:শেখ সেলিম
চেম্বার ডেস্ক:: ট্রাইব্যুনাল করে হেফাজতের বিচার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (০৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি দাবি জানান।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, নামে হেফাজতে ইসলাম, এরা ইসলাম বিরোধী। স্বাধীনতা বিরোধী। এরা রাষ্ট্রের শত্রু। দেশের শত্রু। এদের কোনো ছাড় দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। দরকার হলে ট্র্যাইব্যুনাল করে অবিলম্বে তাদের বিচার করতে হবে।
শেখ সেলিম বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, জন্মশতবার্ষিকী আর সুবর্ণজয়ন্তীর জন্য অনেক কিছু আমরা সহ্য করে গেছি। আর কোনো কিছু সহ্য করা হবে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আরও কঠোর হতে হবে। আপনার পেছনে ১৪ কোটি মানুষ আছে। এই অপশক্তিকে ছাড় দেওয়া যাবে না। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম ধ্বংস করে না। ইসলাম সৃষ্টি করে।