সিলেটে রাত ৮টার পর বন্ধ রাখতে হবে দোকানপাট, প্রশাসনের নির্দেশ

চেম্বার ডেস্ক:: সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ৮ টার পর জেলার সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও ব্যবসায়ীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।