বঙ্গবন্ধুর জন্ম দিনে সিলেট অনলাইন প্রেসক্লাবে পাঠাগার উদ্বোধন
চেম্বার ডেস্ক::
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
১৭ই মার্চ সিলেটের মধুবন সুপার মার্কেটের ৪র্থ তলায় ড.রাগিব আলী মিলনায়তনের অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটি উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাসুক উদ্দিন আহমদ বলেন জ্ঞান অর্জনের জন্য পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার।
ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজুর পরিচালনায় ও ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।