কানাইঘাটের ঝিংগাবাড়ি কোনা গ্রামে প্রবাসীদের অর্থায়নে রাস্তার সংস্কার কাজ চলছে
আব্দুর রহমান মাসুদ:
কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের উপর ঝিংগাবাড়ি কোনা গ্রামের মুকিগঞ্জ বাজার থেকে গদার বাজার খেয়াঘাটগামী সুরমা ডাইক রাস্তার সংস্কার কাজ চলছে।
“ঝিংগাবাড়ি কোনা প্রবাসী কল্যাণ সংস্থার” নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
গ্রামের “আল ফাতাহ সমাজকল্যাণ পরিষদের” ব্যবস্থাপনায় গ্রামবাসী সবাই মিলে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন।
গ্রামকে একটা আধুনিক ও মডেল গ্রামে পরিণত করতে “ঝিংগাবাড়ি কোনা প্রবাসী গ্ৰুপ” প্রায় দুই মিলিয়ন টাকা বাজেটের বিশাল উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে রাস্তা পাকাকরণ ও ইট সলিংয়ের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা।
এটি সুরমা ডাইক হওয়ায় সরকারের কাবিখা সহ অন্যান্য যে কোনো প্রকল্প থেকে জনপ্রতিনিধিরা টাকা বরাদ্দ দেয়ার সুযোগ আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের আমরা সুদৃষ্টি কামনা করি।
উন্নত গ্রাম; আলোকিত পরিবেশ- নিশ্চিত হউক।