সিলেটে ‘আযাদ দ্বীনি এদায়ারায়ে’ বোর্ডের কাউন্সিল সম্পন্ন
চেম্বার ডেস্ক:: আযাদ দ্বীনি এদায়ারায়ে তা’লীম বাংলাদেশ (ক্বওমি মাদরাসা শিক্ষা বোর্ড) কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত দক্ষিণ সুরমাস্থ কাইস্তরাইলে এদারা কমপ্লেক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এদারা ভোক্ত ৭ শত মাদরাসার মুহতামিমগণ ভোটার প্রয়োগ করেন। সভাপতি পদে বর্তমান সভাপতি মাওলান শায়খ জিয়া উদ্দিন নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মাওলানা মুহিবুল হক (গাছবাড়ী), কাউন্সিলে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, পূণরায় মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল বছির, ভোট গননা শেষে বিকাল সাড়ে ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মাওলানা এনামুল হক. নির্বাচন কমিশনার ছিলেন মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলান এনামুল হক, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা আহমদ কবির প্রমুখ।