নগরীর বন্দরবাজারে ‘আটোরিকশা চালকের’ মারধরে ব্যাংক কর্মকর্তা নিহত
এ ঘটনায় রোববার বিকেলে নিহতের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।
মামলায় আসামি করা হয়েছে, সিলেট সদর উপজেলার টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে অটোরিকশা চালক নোমান হাছানুরসহ কয়েকজন অজ্ঞাতকে।
গত শনিবার রাতে বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের সামনে আটোরিকশা চালক নোমান হাছানুরের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরে গুরুতর আহত হন মওদুদ আহমেদ নামের এক ব্যাংক কর্মকর্তা।
পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মওদুদ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের মো. আব্দুল ওয়াহেদের ছেলে।
তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক, হরিপুর গ্যাস ফিল্ড শাখার অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মামলার প্রধান আসামি নোমান হাছানুরসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা আশরাফ উল্লাহ তাহের।